মেসিকে সামলাতে প্রস্তুত ফ্রান্স

১৯৫৮ ও ১৯৬২ সালে ব্যাক-টু ব্যাক শিরোপা জয়ের সর্বশেষ কীর্তিটা ছিল ব্রাজিলের। তারপর কেটে গেছে ৬০টি বছর। তেমন কীর্তি গড়ার হাতছানি এবার ফ্রান্সের সামনেও। কিন্তু অসাধ্য সাধন করতে ফাইনালে তাদের সামনে বড় বাধা আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। তাকে থামাতে পরিকল্পনা আঁটছে ফরাসিরা।

নিঃসন্দেহে শেষ বিশ্বকাপে মেসি চাইবেন সবটুকু উজাড় করে আক্ষেপ হয়ে থাকা সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে। তার ওপর চার বছর আগে শেষ ষোলোর প্রতিশোধ নিতেও মুখিয়ে থাকবে। এই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেই তো রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে।

সব মিলিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও জানেন এবার তারা কোন মেসির মুখোমুখি হচ্ছেন, ‘মেসি পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছে। চার বছর আগে সবকিছু ভিন্ন ছিল। মেসি শুধু সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতো। কিন্তু এখন সে সম্মুখভাগে দুজনের একজন কিংবা স্ট্রাইকারের পেছনে থেকে খেলছে। সব মিলে সে দুর্দান্ত ফর্মে। তাই আমরা মেসি থ্রেট সামলাতে পুরোপুরি চেষ্টা করবো। যেভাবে আর্জেন্টিনা আমাদের প্রভাব বিস্তার করা খেলোয়াড়দের সামলানোর চেষ্টা করবে।’

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। স্কোরলাইনটা ফরাসিদের আধিপত্য নির্দেশক হলেও ফ্রান্স কোচ মনে করেন, ম্যাচটা তাদের জন্য মোটেও সহজ ছিল না, ‘আমি অনেক গর্বিত। আবার ফাইনাল নিশ্চিত করতে পেরে দারুণ লাগছে। তবে জয়টা সহজ ছিল না। তবু আমার খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত।’