মেসিকে নিয়ে নতুন গুঞ্জন

দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। গোল করছেন, গোল করাচ্ছেন। বিশ্বকাপ ট্রফি জেতার পর ক্যারিয়ারে আর কোনো অপূর্ণতা নেই তার। এই ছন্দ নিয়েই ইউরোপের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলে যেতে চান।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান বলছে, ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। এ বিষয়ে দুপক্ষই মৌখিক সম্মতিতে পৌঁছেছে।

সংবাদমাধ্যমটির দাবি, বিশ্বকাপ চলাকালীনই মেসির সঙ্গে আলোচনা সেরে নিয়েছে ক্লাবটি। আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিকে মেসির পুরোনো ক্লাব বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেন, চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে মেসিকে আবার স্পেনে ফেরানোর চেষ্টা করা হবে। শিগগিরই এ বিষয়ে তিনি মেসির সঙ্গে কথা বলবেন।

মেসি-বার্সেলোনা। দুটি শব্দ একটির সঙ্গে আরেকটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ক্লাবের সঙ্গে মেসির বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল। মেসি এখন পিএসজির। এই দলে থাকা অবস্থায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করলেন মেসি।