মেঘালয়ের ব্যবসায়ীদের সঙ্গে সিলেট চেম্বারের মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মেঘালয় মাইন ওউনার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেঘালয়ের এমএলএ পিউস মারউইন এবং মেঘালয় মাইন ওউনার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলিয়াস সিজার ডায়েংনান।

সভায় মেঘালয়ের সাথে সিলেটের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, আমদানি-রপ্তানি ও বর্ডার ট্রেড খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে আলোচনা হয়।

সভায় মেঘালয়ের এমএলএ আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসার ও এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সদস্য জয়দেব চক্রবর্তী এবং মেঘালয় মাইন ওউনার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।