মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় ৯ জনের প্রাণহানি

মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। মূলত মুখোশধারী একদল লোক দেশটির মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, একদল মুখোশধারী লোক মধ্য মেক্সিকান শহর টোলুকার একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে বলে উত্তর আমেরিকার এই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। মেক্সিকোর প্রসিকিউটরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলায় নয় জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান।’

আল জাজিরা বলছে, স্থানীয় সময় সোমবার হওয়া এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি এবং হামলায় জড়িত সন্দেহভাজনদের নামও জানানো হয়নি।

প্রসিকিউটরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের সাথে হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে। টোলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ মিলেনিও সংবাদপত্রকে বলেছেন, মার্কেটে বিক্রেতা এবং ওই প্রাঙ্গনের মালিকদের মধ্যে বিরোধের ফলে সম্ভবত আগুন লেগেছে।

সিলেট ভয়েস/এএইচএম