মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরই ছড়া খাসিয়া পুঞ্জিতে বেশ কয়েকটি পানের জুম থেকে প্রায় দেড় শতাধিক পানের গাছ কেটে ফেলায় উদ্বিগ্ন ও আতংকে স্থানীয় আদিবাসী খাসি সম্প্রদায়ের মানুষেরা।
মুরইছড়া পুঞ্জি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে (১০ সেপ্টেম্বর) এ পানগাছগুলো কাটা হয়। গতকাল রোববার বিকেলে পান জুমের ডিউটিরত অবস্থায় পুঞ্জির কয়েকজন যুবক পানগাছ কাটার বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে মুরইছড়া পুঞ্জির মান্ত্রী ফ্লোরা বাবলি তালাংকে অবহিত করেন তারা। মিথিলদা তালাং, মিন তালাং এবং নেরিশ তালাং-এর পানের জুম থেকে থেকে প্রায় ১৫০টি পানের গাছ দুষ্কৃতিরা কেটে ফেলে।
মিথিলদা তালাং বলেন, ‘কে বা কারা এটা করেছে তা আমরা জানি না। আমরা নিরীহ মানুষ। আমি পান চাষ করে আমার সংসার চালাই। এটাই আমার জীবিকা । চার বছর পানজুমের পরিচর্যার পর একটু ভালো উৎপাদন হয়েছিল কিন্তু দুষ্কৃতকারীরা আমার সব স্বপ্ন এক রাতেই শেষ করে দিলো। এখন আমার পথে বসার উপক্রম।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক বলেন, ‘ঘটনাটি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’