থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর কামরাঙ্গীরচরে মুখে কেরোসিন নিয়ে ফুঁ দিয়ে আগুন জ্বালানোর সময় জমজ ভাইসহ তিনজন দগ্ধ হয়েছে।
কামরাঙ্গীরচরের মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদের ওপর রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ১৬ বছর বয়সী মোহাম্মদ রাকিব হোসেন ও তার জমজ ভাই মোহাম্মদ রায়হান হোসেন এবং তাদের চাচাত ভাই মোহাম্মদ সিয়াম। তাদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জনিয়েছেন চিকিৎসক। তারা তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘রাতে কামরাঙ্গীরচর থেকে আগুনে দগ্ধ তিন কিশোর বার্নে এসেছে। তাদের মধ্যে রাকিব হোসেনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।’
সিয়ামের বাবা স্বপন ব্যাপারী জানান, সিয়াম একটি মোটরবাইক ওয়ার্কশপে কাজ করে। রাকিব ও রায়হান একটি কারখানায় কাজ করে।
তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে মুখে কেরোসিন নিয়ে ফুঁ দিয়ে ম্যাচ জ্বালালেই রাকিবের সমস্ত শরীরে আগুন ধরে যায়। এতে ওরা তিন ভাই দগ্ধ হয়।’