‘মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচার বরদাশত করা হবে না’

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওয়ানপুর গ্রামের নিবাসী মৃত ইন্তাজ উল্লাহ’র (ইউনুস আলী) ছেলে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার বিরুদ্ধে একটি মহলের মিথ্যা-বানোয়াট অপ্রচারের প্রতিবাদে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট জেলা কমিটির সভাপতি আবু ফাহিম আজাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন এম ময়না মিয়ার পরিচানায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুর আহমদ কামাল ও বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সহ-সভাপতি এ. জেড. খালেদ, দুলাল আহমদ, মহিলা বিষয় সম্পাদিক রিতা আক্তার ও ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম মুহিত।

এছাড়া উপস্থিত ছিলেন, জমির আলী, ফখর উদ্দিন, আব্দুল মান্নান, জিলু আহমদ, ফারুক আহমদ, ইকবাল আহমদ, মাসুম আহমদ, কয়েস আহমদ, আনসার আলী, সুয়েদ আহমদ, বাপ্পী, আরিফ, শরিফ, শাহজাহান, রুবেল, হামিদ, সাগর প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচার বরদাশত করা হবে না। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার বিরুদ্ধে করা মিথ্যা-বানোয়াট অপপ্রচার প্রত্যাহার করতে হবে।