মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং যুক্তরাজ্য প্রবাসী গৌর হরি রায় শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
গৌর হরি রায় ১৯২৭ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কামিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে যুক্তরাজ্যে গমন করেন। যুক্তরাজ্যের সাউথহল এলাকার সবাই তাঁকে ‘রায় সাহেব’ নামে ডাকতেন।
তৎকালীন যুক্তফ্রন্টের নির্বাচনে আব্দুস সামাদ আজাদকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করেছিলেন গৌর হরি রায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়েও নানাভাবে বীর মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা করেছিলেন তিনি।
গৌর হরি রায় মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়ে ও তাদের সন্তানাদি রেখে গেছেন। তাঁর উত্তরসূরিরা সিলেট নগরীর শিবগঞ্জে বসবাস করেন। গৌর হরি রায়ের একমাত্র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শিশির রায়।