সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। এই বীর শহীদদের স্মৃতি রক্ষায় সিলামে প্রথমবারের মতো শহীদ স্মৃতি স্মরণী’৭১ নির্মাণ একটি ব্যতিক্রমী মহতী উদ্যোগ। এর মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে। বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। ২৫ মার্চ কাল রাত। এজন্যই মাসটি তাৎপর্য্যপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ৪১ সালের আগেই আমরা বাস্তবায়ন করবো।
বুধবার (১ মার্চ) সকাল ১১টায় দক্ষিণ সুরমার সিলামে বাদশাহী টিলাস্থ হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ল্যান্স নায়েক গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত শহীদ স্মৃতি স্মরণী’৭১ উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ল্যান্স নায়েক গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতি স্মারণী’৭১ এর উদ্বোধন করেন নাসির উদ্দিন খান। দোয়া পরিচালনা করেন সাংবাদিক এম. আহমদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. লুৎফুর রহমান ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
অতিথি হিসেবে বক্তব্য দেন, দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমীর সভাপতি মুদাব্বির হোসেন, সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম, মিশিগান আওয়ালী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ফজলু মিয়া, সিলাম ইউনিয়র পরিষদের সাবেক সদস্য শফিকুল হক, সিলেট জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিসবাহ উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র আহ্বায়ক আবু সাঈদ জুবেরী ছাদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান বাবুল, দক্ষিণ সুরমা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হালিমা বেগম, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা সালমান আহমদ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমদ খান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা মনোজ কপালী, সিলাম শাহ তৈয়ব ছয়লানী (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবলী বেগম, সাংবাদিক নুরুল ইসলাম, আবু বকর, এম. সারওয়ার হোসেন সৌরভ, তেতলী ইউনিয়ন পরিষদ সদস্য কুলছুমা বেগম, শাহ তৈয়ব ছয়লানী (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দেব, শিক্ষক রেজভা চৌধুরী, সালমা আক্তার, নুসরাত মাহবুব, শুভ্রা রানী দেশমূখ্য, তানজিনা বেগম, সাদেকা বেগম প্রমুখ।