বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচনার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়ার জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে ঠাঁই হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।
ক্রিকেটপ্রেমীরা যে কোনো মূল্যে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দলে দেখতে চান। মাহমুদউল্লাহ রিয়াদের সমর্থকগোষ্ঠী তো আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপই কামনা করে বসলেন।
মাহমুদউল্লাহকে দলে ফেরানোর দাবি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার সমর্থক গোষ্ঠী। মানববন্ধন থেকে মাহমুদউল্লাহে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন তারা।
মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপরই ‘বিশ্রামে’র নাম করে বাদ দেওয়া হয় তাকে। এশিয়া কাপের জন্য দলের প্রস্তুতি ক্যাম্পে ফেরায় ইতিবাচক ইঙ্গিতই মিলছিল। কিন্তু ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশায় জল ঢেলে নির্বাচকরা এশিয়া কাপের দল দিয়েছেন মাহমুদউল্লাহকে ছাড়াই।
দল ঘোষণার পর থেকেই এ নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
সিলেট ভয়েস/এএইচএম