মাশরাফির অধীনে ইতিহাস গড়তে চায় সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

সিলেটের হয়ে এই আসরে অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চারবার শিরোপা জয়ি এই অধিনায়কের অধীনে ইতিহাস গড়তে চায় সিলেট।

এর আগে একাধিক আসরে অংশ নিলেও বলার মতো কোনো সাফল্য নেই দলটির। তবে এবার বিপিএলের সফলতম অধিনায়ক, জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়ে শিরোপা জেতার আশা দেখছে দলটি।

এছাড়া দেশীয় খেলোয়াড়দের মধ্যে নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলীদের মতো তারকা খেলোয়াড় রয়েছেন দলটিতে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও আছেন এই দলে।

অন্যদিকে প্রতিবারই মাঝারি মানের দল নিয়েও মোটামুটি ভালো ফল করে চট্টগ্রাম। এবার দলটির অধিনায়কত্ব করবেন শুভাগত হোম।

এছাড়া আফিফ হোসাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজাদের দেশীয় ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা খেলবেন দলটির হয়ে।