মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানীতে একটি ক্যাম্পসাইটে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ ফাদার্স অর্গানিক ফার্ম নামের জৈব খামারের কাছে একটি সড়কের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেক মানুষ নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ঘটনাস্থলে এখনো কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা।