মারধর করে হত্যা করা হয় অমিতকে, এক আসামী গ্রেপ্তার

গ্রেপ্তার ফয়সল আহমদ।

সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর মৃত্যু একটি হত্যাকাণ্ড এবং এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফয়সল আহমদ (৩২) সিলেট নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকার বাসিন্দা। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে জানা গেছে গ্রেপ্তার ফয়সল ও তার কয়েকজন সঙ্গী মিলেট ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে অমিত দাসকে মারধর করে হত্যা করেন।

গ্রেপ্তার ফয়সল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী যার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় ৪টি এবং এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ।

গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং হত্যারহস্য পূর্ণাঙ্গ উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছ পুলিশ।

গত ২৫ এপ্রিল রাতে সিলেট নগরীর হাজারীবাগ এলাকা থেকে উদ্ধার করা হয় অমিত দাস শিবুর মরদেহ। মৃত্যুর দিন থেকে ঘটনাটিকে দুর্ঘটনা নয় বরং রহস্যজনক মৃত্যু হিসেবে সন্দেহ করা হয়েছিলো।