মামলার রায় দ্রুত হলে অপরাধ কমবে : প্রধানমন্ত্রী

মামলার রায় যত দ্রুত দেওয়া যাবে, অপরাধমূলক কর্মকাণ্ড তত কমবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচার ব্যবস্থার প্রসংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে আইনের শাসন পায়, সঠিক বিচার পায় এজন্য তাদের স্বার্থে জুডিশিয়ার সার্ভিসে যা যা করণীয় আমরা তাই করব। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন সব করা হবে।

সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিল এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। দেশ-বিদেশের সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি।

সরকার প্রধান আরও বলেন, বিচারকদের সাহসী পদক্ষেপে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন হতে হবে। বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি করা হবে।