পশুপ্রাণী পালনে সফলতা, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনায় ওসমানীনগর উপজেলার প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ওসমানীনগর উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও ডা. রাজু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য সদস্য মোকাব্বির খান।
এ সময় মোকাব্বির খান এমপি তার বক্তব্যে বলেন, ‘আমরা ইতিহাসের ভয়াবহ বিপর্যয় কেটে উঠেছি। বিগত বন্যায় মানুষ বড় সমস্যার সম্মুখীন হয়। সে কিভাবে বাঁচবে তার সন্তানকে কিভাবে বাঁচাবে এ চিন্তায় ছিল। মানুষের জীবন নিয়ে শংকিত ছিলাম। আমি অনেক জায়গায় গিয়েছি। মানুষ গলা পরিমাণ পানিতে নিমজ্জিত ছিল। এই কঠিন সময়কে অতিক্রম করে আজকে এধরণের প্রদর্শনীর আয়োজন সুন্দর লাগছে। সত্যি আয়োজকেরা প্রশংসার দাবীদার। এ কাজে সরকারের ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, আমি সংসদে বরাবর বিভিন্ন দুর্নীতিসহ অনেক কাজের গঠনমূলক বিরোধীতা করে আসছি। কিন্তু সরকারের পকিল্পনার ব্যাপারে তো কোন দিন অভিযোগ করিনি। সরকার ভালো ভালো পরিকল্পনা গ্রহন করছে দূরদর্শীতার সহিত। কিন্তু সরকারের ভালো ভালো পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। কিন্তু কেন? বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদেরকে মানুষ হতে হবে। আমাদেরকে মানুষের মত মানুষ হতে হলে সৎ ও নিষ্ঠাবান হতে হবে। সরকারের এ ধরণের ভালো উদ্যোগগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হলে আমাদেরকে সৎ হতে হবে। সৎ রাজনৈতিক কর্মী হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন আনা, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৪২টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার ষাড় গরু, গাভি গরু, মহিষ, খরগোশ, ঘোড়া, দুম্বা, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।