হবিগঞ্জের মাধবপুর থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ রাজু মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩১ আগস্ট) দিবাগত মধ্যরাতে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক যুবক মাধবপুর উপজেলার শিবরামপুর এলাকার মো. চাঁন বাদশা মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।