মাধবপুরে মোয়াজ্জিন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

মোয়াজ্জিন ইরফান আলী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মসজিদের মোয়াজ্জিন ইরফান আলীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি আনোয়ার আলী, সালমা বেগম, রাবেয়া বেগম ও খায়রুন্নেছা।

জানা গেছে, ঈদের দিন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের জামাল খা, এনাম খা ও মাজম খাসহ বেশ কয়েকজন একটি পিক আপ গাড়ি নিয়ে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর সময় মসজিদের মোয়াজ্জিন ইরফান আলী প্রতিবাদ করলে তারা মোয়াজ্জিনের ওপর হামলা চালান। এসময় মোয়াজ্জিনের ছেলেসহ বাড়ির লোকজন এগিয়ে এলে জামাল খা, এনাম খা ও মাজম খার লোকজন তাদেরকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় ইরফান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ইরফান আলীর ছেলে বায়েজিদ মিয়া লিটন বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী ও নিহতের ছেলে বায়েজিদ মিয়া লিটন বলেন, যারা আমার বাবার ওপর হামলা করেছে তাদের নেতা হলেন জসিম। জসিম বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং বলছেন তার নাম মামলায় দিলে মামলা এমনিতেই শেষ হয়ে যাবে। তার সাথে নাকি এমপি-মন্ত্রীদের সম্পর্ক আছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

মামলার সাক্ষী খলিল মিয়া লালু জানান, চিৎকারের শব্দ শুনে তিনি ঘটনাস্থলে এসে দেখেন প্রতিপক্ষ মোয়াজ্জিনকে পেটাচ্ছে। এসময় তিনি হামলাকারীদের থামানোর চেষ্টা করেন।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।