হবিগঞ্জের মাধবপুরে পুর্ব শক্রতার জের ধরে গাছের চারা কেটে প্রতিপক্ষের লোকজন। প্রতবিাদ করতে গেলে দা হাতে দিয়েছেন হুমকি ধামকি। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শফিকুল ইসলাম।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে ২৩ শতক জমির মধ্যে গাছের চারা লাগান শফিকুল ইসলাম। গাছের চারা পাহারা দেয়ার জন্য সেখানে একটি ঘরে বসবাস করতো শফিকের কেয়ারটেকার শানু মিয়া ও তার স্ত্রী। একই গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান ও তার লোকজন মাদকের চালান এনে কেয়ারটেকার শানু মিয়ার ঘরে রাখতে চাইলে শানু মিয়া বিষয়টি শফিকুল ইসলামকে জানান। তবে শফিকুল ইসলাম এমন কাজে সায় দেন নি। এ নিয়ে হাবিবুর রহমান ও তার লোকজন শফিকুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়।
গত ২৫ অক্টোবর সকালে হাবিবুর রহমান ও স্ত্রীসহ কয়েকজন মিলে শফিকুল ইসলামের চারা গাছের বাগানে প্রবেশ করে গাছগুলো কেটে ফেলে। শফিকুল ইসলামের দাবি এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।
এই ঘটনায় শফিকুল ইসলাম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর থেকেই শফিকুল ইসলামকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে যাচেছ হাবিবুর রহমান ও তার লোকজন।
শফিকুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তারা অন্যায় ভাবে তার গাছের চারাগুলো কেটে ফেলেছে। গাছ কাটার সময় কেয়ারটেকার বাধা দিলে হাবিবুর রহমানের স্ত্রী দা হাতে আক্রমণ করতে এগিয়ে আসে। এই থানায় একটি লিখিত অভিযোগ করা হলে আসামীরা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করার হুমকি দিয়ে যাচেছ।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, উভয় পক্ষ অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে দেখা হচেছ।