ঢাকা-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রেল লাইনের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এই অবস্থা চলে। এ সময় অন্য কোন ট্রেন আটকা না পড়লেও রেল ক্রসিংয়ের দু’পাশে ব্যারিকেড থাকায় মাধবপুর-ধর্মঘর রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শায়েস্তাগঞ্জ থেকে বিকল্প ট্রেন এনে তেলবাহী ট্রেন টি সরানো হলে সাড়ে ৭টার পর মাধবপুর–মনতলা সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।