মাধবপুরে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে ধান গাছের বৃদ্ধিবর্ধন ও পাতা ঝলসানো রোগ দমনে ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় জৈব বালাইনাশকের উপযোগীতা যাচাই কার্যক্রমের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মাঠ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষক বদু মিয়া।

সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. রেজুয়ান ভুইয়া, ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বিভাগীয় প্রধান ডা. ইব্রাহিম, হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের সিএসও ডা. পার্থ সারথি বিশ্বাস, এসএসও ড. আবু সাঈদ সহ অনেকেই।

এ সময় ১ শ ৫০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়।