মাধবপুরে পূর্ব শক্রতায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর

হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তুলশীপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর বাজারের মৃত গফুর মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম ও তার ছেলে মো. নাইমুল ইসলাম নিশাতসহ ১০/১৫ জন মিলে তুলশীপুর বাজারের বাসিন্দা মৃত ফুল মিয়ার ছেলে মো. মুফতারিন হাসান নয়নের মালিকানাধীন ফ্যামেলি ফুড এন্ড ফ্যাক্টরিতে হামলা করে বেকারির ফার্নিচার ও জিনিসপত্র ভাংচুর করে।

এসময় তারা বেকারির ক্যাশ বাক্সে রাখা ২ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় নয়ন বাধা দিলে তারা ব্যবসায়ী নয়নের উপর হামলা করে।

এ ঘটনায় মুফতারিন হাসান নয়ন বাদি হয়ে সোমবার মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নয়ন উশৃঙ্খল চলাফেরা করে। তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করার ঘটনা সত্য নয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।