হবিগঞ্জের মাধবপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভীর মিয়া নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার খড়কি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার খড়কি গ্রামের রহিম মিয়ার ছেলে কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র তানভীরসহ কয়েকজন পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অন্য ছাত্ররা মাদ্রাসায় লজিং বাড়িতে খাবারের জন্য চলে যায় কিন্তু তানভীর লজিং বাড়িতে যায় নি। কিছুক্ষণ পর মাদ্রাসার কয়েকজন পুকুরে গোসল করতে গেলে এক শিক্ষকের পায়ে তানভীরের দেহ লাগলে তাকে পুকুর থেকে উপরে উঠানো হয়। ততক্ষণে তানভীর মারা যায়।
মাদ্রাসার ছাত্র তানভীরের মা শারমীন জানান, তার ছেলে সাঁতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে তানভীরকে এই মাদ্রাসায় ভর্তি করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।