মাধবপুরে নারী উদ্যােক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মশালা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থা ‘তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যােক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের কর্মশালা ও ভাতা চেক বিতরন করা হয়েছে।

বুধবার ( ২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে হবিগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা ও চেক বিতরন সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগন্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শিক্ষক সৈয়দ লতিফুন্নেছা, মেহেরুন্নেছা চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার হবিগন্জ জেলা কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন, উদ্যােক্তা লাকি রানী শীল, আছমা আক্তার, মুশিদা আক্তার সহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন প্রশিক্ষণার্থীকে চেক ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে দলীয় ও একক সংগীত পরিবেশন করে নারী উদ্যােক্তারা।