‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আহসান।
পরে মাধবপুর থানার হল রুমে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবতী।
থানার উপপরিদর্শক শামস ই তাব্রীজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান প্রমুখ।
সভায় সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবতী বলেন, পুলিশ দেশের শান্তি শৃঙ্খলার জন্য কাজ করে। জনগনের জান মালের নিরাপত্তার জন্য কাজ করে। কিন্ত এই দেশে পেশাগত দায়িত্ব পালন করার সময় পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। এটি কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে। এজন্য জনগণকে এগিয়ে আসতে হবে।