হবিগঞ্জের আলোচিত মুয়াজ্জিন মো. ইরফান আলী হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৫ জুন) দুপুরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন, মাধবপুর থানার রসুলপুর (পদ্মবিল, শাহজাহানপুর ইউপি) এলাকার বাসিন্দা মো. ফরাস উদ্দিনের ছেলে মো. কুতুব উদ্দিন (৪০) এবং একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো. রোকন উদ্দিন (৫০)।
এর আগে, গত ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম মো. ইরফান আলীর সাথে গান-বাজনা নিয়ে আসামিদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় তারা ভিকটিমকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে তার স্ত্রী ও ছেলে এগিয়ে এসে আশপাশের লোকজনের সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিকটস্থ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইরফান আলীকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং-৪২/১৭৮, তারিখ-২২/০৪/২০২৩ ইং)।
চাঞ্চল্যকর এ ঘটনাটি হবিগঞ্জসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।