সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ থেকে সিলেটের ৩টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) শহরতলীর জামেয়া হুসাইনিয়া দলদলি, জামেয়া সিদ্দিকিয়া এবং মারকাজুল হিফজ মাদরাসা ও এতিমখানায় এই ইফতার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার এতিম বাচ্চাদের মধ্যে বিতরণ করেন।
এসময় অফিসার পরিষদের সভাপতি মো. বদরুল ইসলাম শোয়েবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. সালাহ্ উদ্দীন আহমদের সঞ্চালনায় আলোচনাসভায় সেখানে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, মাদ্রাসার সিনিয়র হুজুর মো. মনির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক কৃষিবিদ এমাদুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আহ্বানে সাড়া দিয়ে ‘ইফতার পার্টি’ স্থগিত রেখে, নিজেরা চাঁদা তুলে গরীব ও এতিমদের মধ্যে ইফতার বিতরণ করলো সিকৃবি অফিসার পরিষদ।