মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেয়েছেন বানিয়াচংয়ের ডা. মোশাহিদ ঠাকুর

চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় ‘মাদার তেরেসা’ গোল্ডেন এ্যওয়ার্ড-২০২৩ পেয়েছেন অধ্যাপক কর্নেল ডা. মোশাহিদ ঠাকুর।

বিগত (২৮ জুলাই) শুক্রবার সার্ক কালচারাল সোসাইটি (ভারত) সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ঢাকা হোটেল অরনেট (থ্রি স্টার) এ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ্যওয়ার্ড প্রদান করা হয়।

অধ্যাপক কর্নেল ডা. মোশাহিদ ঠাকুর সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের চৌধুরী পাড়া গ্রামের ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম গোলাম মর্তুজা ঠাকুর ছিলেন একজন প্রসিদ্ধ সমাজসেবক।

পিতার পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসা পেশায় প্রবেশের পর সিলেট ছাড়াও নিজ জেলার অসহায় রোগীদের প্রতি যে মমতা বা ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন তা বিরল।

এদিকে মাদার তেরেসা গোল্ডেন এ্যওয়ার্ড প্রাপ্তিতে অধ্যাপক কর্নেল ডা. মোশাহিদ ঠাকুরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রেজাউল মোহিত খান ও বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শোয়াইব আহমদ।