মাত্র একটি হলে মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

দেশের মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেয়েছে নির্মাতা মুহাম্মদ কাইউম পরিচালিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। শুক্রবার (৪ নভেম্বর) শুধুমাত্র বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

প্রথমে সিনেমা মুক্তির জন্য কোনো হলই পাচ্ছিলেন না পরিচালক ও প্রযোজক। পরবর্তীতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে অনুরোধের পর তারা সিনেমাটি চালানোর জন্য রাজি হওয়ায় একটি সিনেমা হলেই মুক্তি দেওয়া হয়েছে।

এ হলে আপাতত এক সপ্তাহ চলবে ছবিটি। প্রতিদিন সকাল ১১টা এবং বিকেল সাড়ে ৪টায় প্রদর্শন করা হবে নতুন এ সিনেমা।

হাওর তথা ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা, প্রকৃতি ও দারিদ্র্যের সঙ্গে তাদের সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। বাংলার মাটি ও প্রকৃতি মিশে থাকা এই সিনেমায় অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।

এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মুহাম্মদ কাইউম নিজে। তিনি জানান, পরবর্তীতে সিনেমাটি বিকল্প ব্যবস্থায় দর্শকদের দেখানো হবে।