মাছ চাষে বিশ্বে তৃতীয় বাংলাদেশ

মাছ চাষে বিশ্ব তৃতীয় অবস্থানে বাংলাদেশ। প্রথম এবং দ্বিতীয় অবস্থানে আছে ভারত ও চীন। বাংলাদেশের পরেই রয়েছে মিয়ানমার, উগান্ডা ও ইন্দোনেশিয়া। এর আগে মাছ চাষে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম।

সোমবার (২১ নভেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার–২০২২’ দেশের ২০২০ সালে উৎপাদিত মাছের হিসাব নিয়ে তৈরি প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সালে বাংলাদেশে স্বাদুপানির মাছের উৎপাদন ছিল ৪ লাখ ৪০ হাজার টন। ২০২০ সালে তা ১২ লাখ ৫০ হাজার টনে উন্নীত হয়েছে, যা বিশ্বের মোট মাছ উৎপাদনের ১১ শতাংশ। এছাড়া ভারতে ১৮ লাখ টন ও চীনে ১৪ লাখ ৬০ হাজার টন স্বাদুপানির মাছ উৎপাদিত হয়। তবে সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২৫টি দেশের মধ্যে ২৫তম অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালে দেশের সামুদ্রিক মাছের উৎপাদন এক লাখ টন বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার টন। সামুদ্রিক মাছ উৎপাদনে শীর্ষ তিনটি দেশ হচ্ছে চীন, ইন্দোনেশিয়া ও পেরু। বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার ৫০ শতাংশের বেশি মাছ থেকে পূরণ হচ্ছে।