মাছিমপুরে রবীন্দ্র ভাস্কর্য পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকাগুলোর মধ্যে অন্যতম নগরীর মাছিমপুর মণিপুরী পাড়া। এখানে আসতে পেরে আমি মুগ্ধ হয়েছি। আরো মুগ্ধ হয়েছি এখানে পরিদর্শনে আসার খবরে আয়োজকদের আতিথেয়তা পেয়ে।’

শুক্রবার সন্ধ্যায় নগরীর মাছিমপুরে রবীন্দ্র ভাস্কর্য পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনিসেনা সিংহের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, কবির সিলেটের প্রতি ভালোবাসা বিভিন্ন লেখায় পাওয়া যায়।

বিশেষ অতিথির ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী।

মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ। বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শামসুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ এম কাসেম, এনডিসি আহসানুল আলম।

সভার শুরুতে প্রধান অতিথিকে শতবর্ষ উৎসবের উত্তরীয় আর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথিকে মণিপুরী সম্প্রদায়ের বিখ্যাত খেশ (লাসেম্বী) ও শুভেচ্ছা স্মারক তুলে দেন মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনিসেনা সিংহ।