মাছিমপুরে গ্রাসরুটস’র রান্না করা খাবার বিতরণ

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে এবং সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের সহযোগিতায় সিলেটে বন্যাকবলিত মাছিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুন) এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে গ্রাসরুটস সদস্যরা নিজস্ব অর্থায়নে সংস্থার কার্যালয়ে করোনাকালীন সময়ের মত কমিউনিটি ক্লিনিক চালু করেছে। যেখানে গ্রাসরুটস সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- গ্রাসরুটসের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক সাহানা চৌধুরী নয়ন, সেলিনা বেগম, সিতারা বেগম, তাহমিনা আক্তার। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, কেন্দ্রীয় সহ-সভাপতি নাজনিন আক্তার কনা, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাদিরা চৌধুরী রুমু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জেলা সহ সভাপতি রুমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক জান্নাতারা মীম পান্না, যুব নেতা বিশু বিক্রম প্রমুখ।