সিলেট মহানগর বিএনপির আসন্ন কাউন্সিলকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
শনিবার (২১ জানুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে ২৭টি ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
মতবিনিময়কালে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘আমি ছাত্রদলের রাজীতিতে ১৯৭৮ সালে যোগদানের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করি। ছাত্রদলের রাজনীতিতে সিলেট জেলার সভাপতি, কেন্দ্রীয় সহ সভাপতি, বিএনপির রাজনীতিতে জেলার যুগ্ম সম্পাদক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি সহ অনেক গুরু দায়িত্ব পালন করেছি। রাজনীতিতে এ সকল দায়িত্ব পালনে আমার জীবনের গুরুত্বপূর্ণ ৪৩ বছর ব্যয় করেছি। রাজনীতি করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হইনি।’
আন্দোলন, সংগ্রাম, ত্যাগ এর বর্ণনা করে তিনি বলেন, ‘অতীতে যেভাবে আপনাদের নিয়ে রাজপথে ছিলাম, ভোট, ভাত ও গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ে আগামীতে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।’
এসময় তিনি সাকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সাথে তিনি সিলেটের খন্দকার আব্দুল মালিক, এডভোকেট শহীদ আলী, লুৎফুর রহমান, ফাতেমা চৌধুরী, এম সাইফুর রহমান, এম ইলিয়াস আলী, এহিয়া রেজা চৌধুরী, এম.এ হক সহ সকল নেতৃবৃন্দকে স্মরণ করেন।
সাবেক ছাত্রদলনেতা লোকমান আহমদ’র সঞ্চালনায় এ সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, নজীবুর রহমান নজীব, আহ্বায়ক কমিটির সদস্য নিহার রঞ্জন দে, মাহবুব কাদির শাহী, মুর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, শামিম মজুমদার, আফজাল উদ্দিন।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ ও নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্তাসির চৌধুরী সাব্বিহ, ২নং ওয়ার্ডের সভাপতি নেহার রঞ্জন দে, সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ৩নং ওয়ার্ডের সভাপতি মো. মিজানুর রহমান মিটু, সাধারণ সম্পাদক রাজিব দে রাজু, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি মজুমদার রনি, ৫নং ওয়ার্ডের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ৬নং ওয়ার্ডের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সাবু, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল বক্স, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ১১নং ওয়ার্ডের সভাপতি শেখ মো. কবির আহমদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ১৫নং ওয়ার্ডের সভাপতি শুয়েব আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল, ১৬নং ওয়ার্ডের সভাপতি মিজা বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৭নং ওয়ার্ডের সভাপতি আহমদ মনজুরুল হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস মিয়া, ১৮নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমদ খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম, ১৯নং ওয়ার্ডের সভাপতি নাদির খান, সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, ২১নং ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, সাংগঠনিক সম্পাদক সালেক আহমদ, ২৩নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ সাধারণ সম্পাদক জমজম বাদশাহ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, ২৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম মল্লিক, সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২৫নং ওয়ার্ডের সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ মান্নান, ২৭নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঈন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা আশরাফ গাজী, মিলাদ আহমদ, সেলিম হোসেন, শোয়েব বক্ত চৌধুরী, মাহফুজুল করিম জেহীন, মামুন আহমদ মিন্টু, লায়েক আহমদ, নজরুল ইসলাম, রুমেল আহমদ, সৈয়দ ফয়জুল ইসলাম, যুবদল নেতা লিটন আহমদ, মঞ্জুরুল করিম তুহিন, উজ্জল রঞ্জন চন্দ, নাজিম উদ্দিন, রোমান আহমদ রাজু, সানি আহমদ চৌধুরী, নয়ন পাশা প্রমুখ।