মনোনয়নপত্র জমা দিলেন মুকুট ও রুমেন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল কবির রুমেন ও স্বতন্ত্র প্রার্থী নূরুল হুদা মুকুট।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় নুরুল হুদা মুকুটের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সিতেষ তালুকদার মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, বিপ্রেশ রায় বাপ্পী, যথীন্দ্র মোহন তালুকদার, এহসান আহমদ উজ্জ্বল, নুর আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সুনামগঞ্জ সদর উপজেলার ইউপি চেয়ারম্যান আবুল বরকত, নুরুল হক, আব্দুল হাই, আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, শান্তিগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে নুরুল হুদা মুকুটের হাজী পাড়াস্থ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসাইন।

মনোনয়নপত্র দাখিলের পর নুরুল হুদা মুকুট বলেন, আমি বিগত দিনে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। আগামীতেও আরও বেশি উন্নয়ন করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার চেষ্টা করব ইনশাল্লাহ।

অন্যদিকে, এদিন বেলা ১টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, সুবীর তালুকদার বাপ্টু, ফজলুল করিম, মোবারক হোসেন, আতিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রোকেশ লেইছ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু, অ্যাডভোকেট নানু মিয়া, নুরে আলম উজ্জ্বল, শামীম আহমেদ মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে খায়রুল কবির রুমেনের হাসন নগরের বাসভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।

মনোনয়নপত্র দাখিল করে খায়রুল কবির রুমেন বলেন, আওয়ামী লীগ থেকে আমাকে প্রার্থী মনোনীত করায় শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমাকে সবাই ভোট দিয়ে জয়ী করলে আমি ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করার ব্যাপারে আশাবাদী।