মনোনয়ন সংগ্রহ করেননি কোনো মেয়র প্রার্থী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের জন্য ২৭ এপ্রিল থেকে মনোনয়ন বিক্রি শুরু হলেও গত চারদিনে মেয়র পদে কোনো প্রার্থী মনোনয়ন ফরম কেনেননি। তবে পাঁচটি ওয়ার্ডের ছয়জন সাধারণ কাউন্সিলর (পুরুষ) প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ তথ্য নিশ্চিত জানিয়েছেন সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।

তিনি জানান, গতকাল রোববার (৩০ এপ্রিল) নির্ধারিত সময়ের মধ্যে সিলেট মহানগরের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নম্বর ওয়ার্ডের একজন, ৭ নম্বর ওয়ার্ডের একজন, ৮ নম্বর ওয়ার্ডের একজন, ২৭ নম্বর ওয়ার্ডের একজন এবং ২২ নম্বর ওয়ার্ডের দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফয়সল কাদির বলেন, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। যার কারণে প্রথমদিকে তেমন মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে না। সাধারণত শেষ দুইদিন মনোনয়ন ফরম বিক্রি হয় সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন, ২ জুন প্রতীক বরাদ্দ ও ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।