মধ্যনগরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

সুনামগঞ্জের মধ্যনগরে ২০২২-২৩ অর্থবছরের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরনবী তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত অর্থে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১০টি নৌকা বিতরণ ও গলহা উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ বান টিনসহ ৫০ হাজার টাকা মূল্য মানের চেক হস্তান্তর করা হয়।