মধ্যনগরে মাছ শিকারের দায়ে জরিমানা

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার সুমেশ্বরী নদী ও বোয়ালা হাওরে সেচ দিয়ে মাছ শিকার এবং জলাশয় শুকিয়ে শ্রেণি পরিবর্তন চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

মধ্যনগর বাজারের বাসিন্দা আবুল হোসেন, নেপুল বর্মণ ও রবীন্দ্র তালুকদারকে পৃথকভাবে এ জরিমানা করা হয়।

ইউএনও নাহিদ হাসান খান বলেন, পরিবেশ ও মৎস্য সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ওই তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা এবং তাদেরকে মাছের প্রজনন ধ্বংস ও পরিবেশগত ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করা হয়েছে।