মধ্যনগরে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (০৬ মার্চ) দুপুর দুইটার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদার।

বিদ্যালয়ের দাতা সদস্য শামিউল কিবরিয়া তালুকদার ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকারের পরিচালনায় বক্তব্য দেন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন খান প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ৮৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ কাজের ঠিকাদার নিযুক্ত হয়েছে ধর্মপাশার আনোয়ারা এন্টারপ্রাইজ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।