মধ্যনগরে প্রথম ইউএনওকে বরণ উপলক্ষে সুধী সমাবেশ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রথম প্রশাসনিক কার্যক্রম শুরু ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানকে বরণ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুরে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ মাঠে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, নবাগত ইউএনও নাহিদ হাসান খান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, কুতুব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সাখাওয়াত হোসেন, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ, সভাপতি জাহাঙ্গীর আলম, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী।

২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার ৮৬তম বৈঠকে মধ্যনগর থানা এলাকার চারটি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিকার ৮৮তম সভায় এ সিদ্ধান্তটি বাতিল করা হয়। তবুও হাল না ছেড়ে মধ্যনগরবাসী উপজেলা বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখে। যার ধারাবাহিকতায় গত বছরের ২৬ জুলাই নিকারের ১১৭ তম সভায় মধ্যনগরকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহিত হয়। আর এরই সাথে মধ্যনগরবাসীর দীর্ঘ বছরের লালিত স্বপ্ন পূরণ হয়।