সুনামগঞ্জের মধ্যনগরে গারো সম্প্রদায়ের দিনব্যাপী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাইটাকোনা গ্রামে স্থানীয় গারো আদিবাসীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরনবী তালুকদার, স্থানীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অজিত হাজং, মঙ্গলদীপ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইউজ ডাজেল, ম্যানেজার কুমিত হাজং প্রমুখ।
খ্রিষ্টান ধর্মানুসারে প্রাকৃতিক নতুন ফসল ঘরে তোলার আগে ঈশ্বরের নামে উৎসর্গ করার মাধ্যম হিসেবে প্রতি বছর ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়।