সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলায় দিনব্যাপী ঐতিহ্যবাহী ফাল্গুনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর ফাল্গুনের প্রথম শনিবার মহিষখলা বাজারে অবস্থিত কালী মন্দিরের পূজাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ মেলা চলে আসছে শত বছর ধরে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) পূজার পাশাপাশি অনুষ্ঠিত এ মেলা হিন্দু-মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়।
এদিন সকাল থেকে মন্দিরে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সুনামগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জসহ আশপাশের হাজার হাজার মানুষ পূণ্য অর্জন ও মনোবাসনা পূরণের জন্য মনোনিবেশ করার পাশাপাশি উপভোগ করেন মেলার আনন্দ। মহিষখলা বাজারের পাশে বসা ফাল্গুনী মেলায় বিভিন্ন অস্থায়ী দোকানে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। দোকানগুলোতে স্থান পায় শিশুদের খেলনা, আসবাবপত্রসহ গ্রামীণ দেশীয় বিভিন্ন মুখরোচক খাবার।
এ মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের আত্মীয়-স্বজনেরা এখানে বেড়াতে আসেন। ফলে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।
মহিষখলা কালী মন্দিরের সভাপতি রণতোষ বানাই জানান, পূর্বপুরুষদের আমল থেকে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। ফাল্গুনী মেলা এখানকার ঐতিহ্যের একটি অংশে পরিণত হয়েছে।