মণ্ডপে এসে কাঁধে ঢাক তুলে বাজালেন মমতা

কলকাতা শহরজুড়ে পূজোর উৎসবের আবহ। চার দিকে আলোর রোশনাই, একের পর এক পুজোর উদ্বোধন করছেন বিশিষ্ট মানুষজন। এই আমেজেই পূজা উদ্বোধনে গিয়ে ঢাক বাজিয়ে নিজের স্বকীয়তার পরিচয় দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কলকাতার একটি পূজার মণ্ডপে গিয়ে কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা গেল তাকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটু অন্যরকমভাবে মানুষের সাথে মিশে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে তার।

মুখ্যমন্ত্রীর পরিচিত আবহ থেকে বেরিয়ে তাই তো গ্রামে গিয়ে তিনি চায়ের দোকানে ঢুকে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন। নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও পরিবেশন করেন চা। আবার জনসংযোগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে মোমা-ফুচকা বানিয়ে খাওয়ানোর রেকর্ডও রয়েছে তারা।

মমতার সঙ্গে ঢাক বাজান কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে খুশি হন সে সময় মণ্ডপে উপস্থিত মানুষজন। পূজার জন্য থিম সং-ও গেয়েছেন মমতা।

দুর্গাপূজা ঘিরে পশ্চিমবঙ্গে এখন উৎসবের আমেজ। এরই মধ্যে কয়েকশো পূজোর উদ্বোধন করে ফেলেছেন মমতা।