ভ্যাট দিবসে সম্মাননা পেল সিলেটের ১১টি প্রতিষ্ঠান

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সিলেটে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে নগরের একটি কনফারেন্স হলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য এবং কাস্টমস ও ভ্যাট প্রশাসন) ড. আব্দুল মান্নান শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

বক্তারা বলেন, সামগ্রিক ভ্যাট ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনতে বিভিন্ন ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে। ভ্যাট ব্যবস্থা আধুনিকায়ন ও সহজতর করতে অনলাইনে বিভিন্ন সহজ উপায়ে ভ্যাট প্রদানের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি, ভ্যাটদাতা বাড়াতে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো দেওয়া হচ্ছে সম্মাননা ও নানা ধরণের সুযোগ-সুবিধা।

অনুষ্ঠানের শেষে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-

১। মেসার্স ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিডেট, সিলেট (উৎপাদন)
২। মেসার্স ইফাত এসোসিয়েট, সিলেট (ব্যবসা)
৩। সিলেট ক্যাবল সিস্টেমস প্রাইভেট লিমিটেড (সেবা)
৪। মেসার্স সুমা ফুড-১, মৌলভীবাজার (উৎপাদন)
৫। মেসার্স এম.বি ক্লথ স্টোর, মৌলভীবাজার (ব্যবসা)
৬। মেসার্স স্বাদ অ্যান্ড কোং, মৌলভীবাজার (সেবা)
৭। মেসার্স আকিজ প্লাস্টিক লিমিটেড, সুনামগঞ্জ (উৎপাদন)
৮। মেসার্স পি.কে ট্রেডিং এজেন্সি, সুনামগঞ্জ (ব্যবসা)
৯। মেসার্স পানসী রেস্টুরেন্ট, সুনামগঞ্জ (সেবা)
১০। মেসার্স শরীফ ইলেকট্রনিক্স, হবিগঞ্জ (ব্যবসায়)
১১। মেসার্স আল-আমিন ফুড ফেয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হবিগঞ্জ (সেবা)।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশব্যাপী আজ ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো- ‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’।