ভেসপা অর্নার হুমায়ুন কবিরকে উৎসর্গ করে আয়োজিত জেন্টলম্যান রাইড শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে অনুষ্ঠিত হয়েছে। রাইডটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
ভেসপা ক্লাব, সিলেট-এর উদ্যোগে অনুষ্ঠিত এ রাইড উদ্বোধন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
এ উপলক্ষে অনুষ্ঠিত জেন্টলম্যান সভায় তিনি বলেন, অতীত ঐতিহ্য রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। জেন্টলম্যান রাইড একটি ঐতিহ্যবাহী আয়োজন। আমাদের পূর্বপুরুষরাও এ আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। ভেসপা ক্লাব সিলেট যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ আয়োজনের মাধ্যমে আমাদের অতীত ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে উন্মোচিত হলো। এটি সবার মধ্যে মাইলফলক হিসেবে থাকবে।
ভেসপা ক্লাব সিলেটের সভাপতি অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেমুসাস মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বাপা সিলেট জেলার সাধারণ সম্পাদক আবদুল করিম কিম ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল।
জেন্টলম্যান রাইড সম্পর্কে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজু আহমদ আল মামুন। এছাড়া বক্তব্য দেন দেলোয়ার বক্স।
রাইড উদ্বোধন শেষে অ্যাডভোকেট মাহফুজুর রহমান ক্লাবের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ হলেন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দেলোয়ার বক্স, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, মুহিবুর রহমান বুলবুল, খালিকুর রহমান বাচ্চু, মো. বাবুল মিয়া, মো. সিকন্দর আলী, সভাপতি অরুপ শ্যাম বাপ্পী, সহ-সভাপতি সেলিম আহমেদ আলী, সাধারণ সম্পাদক সাজু আহমদ আল মামুন, অর্থ সম্পাদক সাদি রহমান, সদস্য বিজয় পুরকায়স্থ, আনিস আহমেদ রুমেল, জয়নাল আনসারী রায়হান, শামীম আহমেদ ও নাঈম বিন বারী।