হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪র্থ ধাপে ১৭৭টি ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবারের হাতে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আগামী ২২ মার্চ ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ গণমাধ্যমকর্মীদের জানান, বানিয়াচং উপজেলায় ১ম, ২য় ও ৩য় ধাপে ৩২৫টি পরিবারকে দুই শতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ৪র্থ ধাপে ১৭৭টি পরিবারের হাতে জমিসহ ঘরের চাবি আগামী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
ব্রিফিংয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুদীপ কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।