হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট ও এর আশপাশের এলাকা।
সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪৯ মিনিটে সিলেট ও এর আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৫। বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট থেকে ৭ কি.মি এবং রাজধানী ঢাকা থেকে ২২৮ কি.মি দূরত্বে ভারত সীমান্তের করিমগঞ্জে।
এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।