সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে ভারি বাক্স পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ফ্যাক্টরির কাটাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ছাদ মিয়া চৌধুরী (৫৫)। তিনি পৌরসভার পূর্ব নোয়ারাই এলাকার মৃত আছাব মিয়া চৌধুরীর ছেলে এবং সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক।
ছাতক পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলী ও ছাদ মিয়া চৌধুরীর বড়ভাই বিজিবি’র অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার মেহেদী চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেলে ফ্যাক্টরির কাটাবিল এলাকায় নতুন প্রকল্পে কাজ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হন শ্রমিক ছাদ মিয়া। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, কাজ করার সময় ভারী একটি বাক্স তার উপরে পড়ে গেলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কাজে থাকাবস্থায় কোনো সেফটি ব্যবহার করা হয়নি বলেও তারা অভিযোগ করেন।