ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচ নিয়ে উত্তেজনার পাশাপাশি রয়েছে হামলার হুমকিও! তবে সবকিছু ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিউ ইয়র্কে ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টি হতে পারে।

ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। পূর্বাভাসে ঠিক তার আধা ঘণ্টা পরই বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ! অর্থাৎ, ম্যাচটি বৃষ্টির বাধার সম্মুখীন হতে পারে।

যদিও হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা তুঙ্গে, দুই দলের আত্মবিশ্বাসের পার্থক্য স্পষ্ট। ভারত তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দারুণ জয় পেয়েছে, অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত হারে ব্যাকফুটে চলে গেছে। সাম্প্রতিক ফর্মের দিক থেকেও পাকিস্তানের অবস্থা খুব ভালো নয়। সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি লড়াইয়েও ভারতের পাল্লা ভারি। ১২ ম্যাচে ভারতের জয় ৮টি, পাকিস্তানের মাত্র ৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের জয় ৫টি, পাকিস্তানের ১টি এবং ১টি ম্যাচ টাই হয়েছিল।

পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন অবশ্য আশাবাদী, ‘আমি ইতিহাস নিয়ে কথা বলতে চাই না। তবে আমাদের সেরা ক্রিকেট খেলাটা নিশ্চিত করতে হবে। এটা ভারত-পাকিস্তান ম্যাচ, তাই ছেলেদের আলাদা করে উজ্জীবিত করতে হবে না। তারা নিজেরাই ভীষণ উজ্জীবিত এবং ম্যাচটির প্রতি মনোযোগী। কয়েকদিন আগে কী হয়েছে সেটা ভুলে গেছি, এখন আমরা সামনে তাকাতে চাই।’

এই হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ম্যাচটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং তারা উপভোগ করতে পারবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনাপূর্ণ লড়াই।