দেশের বাজারে কাঁচা মরিচের অব্যাহত দাম বৃদ্ধির কারণে এবার আমদানি হচ্ছে কাঁচা মরিচ। ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাঁচা মরিচভর্তি ছয়টি ভারতীয় ট্রাক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন করে কাঁচা মরিচ রয়েছে।
ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখারউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, রোববার সকাল থেকে কাঁচা মরিচের কয়েকটি ট্রাক প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও প্রবেশ করবে। একটু সময় লাগবে।
ঈদের কয়েক দিন আগে থেকেই দেশের বাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় কাঁচা মরিচের দাম। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন এই নিত্যপণ্য আমদানির অনুমতি দেয় সরকার।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, টানা পাঁচ দিন ছুটির পর রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিনই ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন কাঁচা মরিচ প্রবেশ করেছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, আজ কাঁচা মরিচের মোট ছয়টি ট্রাক প্রবেশ করেছে। সন্ধ্যায় আরও কয়েকটি মরিচের ট্রাক প্রবেশ করতে পারে। কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে।
সূত্র : প্রথম আলো