ভারতে প্রবেশকালে দুই চোরাকারবারি আটক

ভারতে প্রবেশকালে দুই চোরাকারবারি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম শিলডোয়ারের কাদির মিয়ার ছেলে রাসেল মিয়া, সীমান্ত গ্রাম রাজাপাড়ার সুলতান মিয়ার ছেলে মোবারক হোসেন।

মিডিয়াসেল জানায়, ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বিওপির আওতাভূক্ত বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে চোরাচালানের পণ্য আনতে ভারতে যাবার চেষ্টা চালায় পেশাদার চোরাকারবারি রাসেল ও তার সহযোগি মোবারক। ওই সময় টহলরত বিজিবি সদস্যদের নজরে আসলে তাদেরকে আটক করা হয়। এরপর আটকৃতদের হেফাজত থেকে বাংলাদেশী ১,০১,১৮৭/-(এক লক্ষ এক হাজার একশত সাতাশি) টাকাসহ জব্দ করা হয়।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত পিলার ১২১০/৪-এস এর জিগাতলা নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সম্ভবত তারা চোরাকারবারিতে যুক্ত।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।