রুপিতে লেনদেন শুরু করতে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারত। মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। এতে করে দ্বিপক্ষীয় লেনদেনে নতুন মাত্রায় যুক্ত হচ্ছে বাংলাদেশ-ভারত।
ঐতিহাসিক এই যাত্রা উদ্বোধন হবে আজ মঙ্গলবার (১১ জুলাই)। দুই দেশের গভর্নর আনুষ্ঠানিকভাবে এই লেনদেন ব্যবস্থার সূচনা করবেন। ডলারের ব্যবহার কমিয়ে রুপিতে লেনদেন ব্যবস্থা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই যাত্রাকে বলা হচ্ছে সম্ভাবনার সূচনা।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দেশের গভর্নর লেনদেনে রুপির ব্যবহার শুরুর ঘোষণা দেবেন। এর পরই শেষ হবে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের অপেক্ষার প্রহর। প্রথমে ভারতীয় মুদ্রায় লেনদেন শুরু হলেও পরবর্তী সময়ে এ সুবিধা মিলবে টাকাতেও। এতে বৈদেশিক মুদ্রায় চাপ কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সিলেট ভয়েস/এএইচএম